পিরোজপুরের মঠবাড়িয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সোলায়মান মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, সোলায়মা বয়স সাড়ে চার বছর। সোলায়মা গ্রামের মো. এনামুল হক মোল্লার ছেলে।
এ ঘটনায় শিশুটির চাচা মাওলানা জহুরুল হক খোকন মোল্লা বাদী হয়ে ওই গ্রামের মৃত হাশেম পহলানের ছেলে হেমায়েত পহলান (৫৮) ও হেমায়েত পহলানের ইউসুফ (২৬) কে আসামি করে বুধবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সোলায়মান ৩১ অক্টেবর মঙ্গলবার সন্ধার পরে মা ও বড় চাচির সঙ্গে পুরাতন বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যায়। রাত সাড়ে ৮টার দিকে মা ও চাচির সঙ্গে প্রতিবেশী হেমায়েত পহলানের বাড়ি হয়ে ধানক্ষেতের পাশের পথ দিয়ে ঘরে ফেরার সময় ইঁদুর মারার জন্য ধানক্ষেতে দেওয়া বিদ্যুতের তারে শিশুটি জড়িয়ে যায়। শিশুটির চিৎকারে পরিবারের স্বজনরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, হেমায়েত পহলান ও তার ছেলে ইউসুফ বহু বছর ধরে ধানক্ষেতে তার (লোহার গুনা) বিছিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার পাশাাঁশি হাঁস ও মাছ মেরে আসছিল। প্রতিবাদ করলেও প্রভাবশালী হেমায়েত পহলান কর্ণপাত করেনি। মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন