বগুড়ার দুপচাঁচিয়ায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে প্রায় ২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চামরুল ইউনিয়নের বড়কোলগ্রাম নওদাপাড়ার বাসিন্দা কামরুজ্জামান উজ্জল। তিনি চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাত আনুমানিক ৩টার সময় কে বা কারা বাড়ির বাইরে থেকে খড়ে আগুন লাগিয়ে তার বাড়ির ভেতরে দেয়। মুহূর্তেই সেই আগুন তার বাড়ির ভেতরে ছড়িয়ে পড়লে তিনি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে কাপড়, শিটের দরজা, পানির ট্যাংক পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামরুজ্জামান উজ্জল জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ দল করায় এলাকার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাজনীতির প্রতিহিংসায় তার বাড়িতে আগুন দিয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আ.লীগ নেতার বাড়িতে আগুন লাগার বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন