কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে খুলেছে কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা

কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

বিজিএমইএর সিদ্ধান্ত মেনে গাজীপুরে অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা ঠেকাতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে ২৩ অক্টোবর থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। গাজীপুরের মৌচাকের তেলির চালা এলাকা থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, ভোগড়া বাইপাস সড়ক, বাসন সড়ক, চান্দনা চৌরাস্তা, তেলিপাড়াসহ বেশকিছু এলাকায় শ্রমিক বিক্ষোভের নামে গাড়ি, কারখানায়, শপিংমলে অগ্নিসংযোগ ও বেশকিছু কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় গণপরিবহন। শ্রমিকদের সড়ক অবরোধ ও সহিংস আন্দোলনে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গাজীপুর শিল্প এলাকায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিয়ে সরকার, মালিক, বিজিএমইএ, শ্রমিক সংগঠনের নেতারা আলোচনায় বসেন। গঠন করা হয় মজুরি বোর্ড যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে নভেম্বর মাসে ঘোষণা ও ডিসেম্বর মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়। এ অবস্থায় শনিবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। সিদ্ধান্ত মেনে গাজীপুরে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা।

সিদ্ধান্ত মেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল থেকেই কারখানায় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভ্যালমন্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ), নুর হাসান জুয়েল।

তিনি বলেন, আমাদের কারখানার শ্রমিকরা আন্দোলন করেননি। বহিরাগতদের হামলা ও ভাঙচুর ঠেকাতে কারখানা ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে শান্তি পূর্ণ পরিবেশে কারখানায় কাজ শুরু হয়েছে।

এদিকে গাজীপুরে শ্রমিকদের সহিংসতা ঠেকাতে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন গাজীপুর-২ শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা হয়েছে। সেখানে শান্তি পূর্ণ পরিবেশে কাজ চলছে।

এ ছাড়া কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, সকাল থেকে সব কারখানা খোলা আছে এবং শ্রমিকরা কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা বুঝতে পেরেছে, ষড়যন্ত্রকারীরা তাদের ব্যবহার করেছে। তাদের ন্যায়সংগত দাবিতে সরকার আন্তরিক। এ জন্য শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X