কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে খুলেছে কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা

কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

বিজিএমইএর সিদ্ধান্ত মেনে গাজীপুরে অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা ঠেকাতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে ২৩ অক্টোবর থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। গাজীপুরের মৌচাকের তেলির চালা এলাকা থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, ভোগড়া বাইপাস সড়ক, বাসন সড়ক, চান্দনা চৌরাস্তা, তেলিপাড়াসহ বেশকিছু এলাকায় শ্রমিক বিক্ষোভের নামে গাড়ি, কারখানায়, শপিংমলে অগ্নিসংযোগ ও বেশকিছু কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় গণপরিবহন। শ্রমিকদের সড়ক অবরোধ ও সহিংস আন্দোলনে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গাজীপুর শিল্প এলাকায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিয়ে সরকার, মালিক, বিজিএমইএ, শ্রমিক সংগঠনের নেতারা আলোচনায় বসেন। গঠন করা হয় মজুরি বোর্ড যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে নভেম্বর মাসে ঘোষণা ও ডিসেম্বর মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়। এ অবস্থায় শনিবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। সিদ্ধান্ত মেনে গাজীপুরে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা।

সিদ্ধান্ত মেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল থেকেই কারখানায় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভ্যালমন্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ), নুর হাসান জুয়েল।

তিনি বলেন, আমাদের কারখানার শ্রমিকরা আন্দোলন করেননি। বহিরাগতদের হামলা ও ভাঙচুর ঠেকাতে কারখানা ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে শান্তি পূর্ণ পরিবেশে কারখানায় কাজ শুরু হয়েছে।

এদিকে গাজীপুরে শ্রমিকদের সহিংসতা ঠেকাতে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন গাজীপুর-২ শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা হয়েছে। সেখানে শান্তি পূর্ণ পরিবেশে কাজ চলছে।

এ ছাড়া কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, সকাল থেকে সব কারখানা খোলা আছে এবং শ্রমিকরা কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা বুঝতে পেরেছে, ষড়যন্ত্রকারীরা তাদের ব্যবহার করেছে। তাদের ন্যায়সংগত দাবিতে সরকার আন্তরিক। এ জন্য শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব বা মৃত্যুর ভয় আমার নেই : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১০

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১১

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১২

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১৩

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

১৪

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

১৫

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

১৬

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

১৭

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১৮

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১৯

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

২০
X