গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে স্টেশন মাস্টার (টিএলআর) আব্দুস সোবাহান আকন্দের মৃত্যু হয়েছে। উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুস সোবাহান আকন্দ (৭০) উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটাশাখইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি চাকরি অবসরের পর দৈনিক হাজিরার ভিত্তিতে স্টেশন মাস্টার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে আসা গাইবান্ধাগামী করতোয়া এক্সপ্রেস সকালে উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে। ট্রেনটি স্টেশন ত্যাগ করার পূর্ব মুহূর্তে আব্দুস সোবাহান আকন্দ দৌড়ে এসে লাফ দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার শরীর থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় স্টেশন মাস্টার সোবাহান আকন্দ মারা যান।
মন্তব্য করুন