শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে সুনামগঞ্জে বিএনপির ঝটিকা মিছিল, ৭ গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় ঝটিকা মিছিল করে পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে বিএনপি কর্মীরা। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উপস্থিত ছিলেন। একই সময়ে পুরাতন বাসস্টেশনেও ঝটিকা মিছিল করে আরও দুটি যানবাহন ভাঙচুর করে বিএনপি কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে হঠাৎ করেই শতাধিক নেতাকর্মী এসে জড়ো হন। কয়েক মিনিট ‍স্লোগান দিয়েই সড়কে থাকা দুটি বাস ও দুটি সিএনজি অটোরিকশা ও একটি পিকআপভ্যান ভাঙচুর করে দিরাই-জামালগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেলে করে চলে যান বিএনপি নেতাকর্মীরা।

গাড়ি ভাঙচুরের সময় বিএনপি কর্মীদের হাতে লাঠিসোটাও ছিল। জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতা এ সময় উপস্থিত ছিলেন। যানবাহন ভাঙচুরের সময় আশপাশে থাকা ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে দোকানপাট বন্ধ করে দেন দোকানিরা।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বললেন, অবরোধ চলছে, চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, একই সময়ে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোনাজ্জির সুজন এবং ছাত্রদলের জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশনে আরেকটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা একটি সিএনজি ও অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ আসলেও মিছিলকারীরা দ্রুত জামতলা ও আরপিন নগরের ভেতর দিয়ে চলে যায়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বললেন, যানবাহন ভাঙচুরকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X