সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কোনো পরাশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : বাহাউদ্দিন নাছিম

সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ মতবিনিময় সভায় কথা বলছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ মতবিনিময় সভায় কথা বলছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি নেই নির্বাচন প্রতিহত করতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে আজ বুধবার (৮ নভেম্বর) সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাদের জন্মদাতা সামরিক শাসক খুনি জিয়া, মুশতাক গংরা বঙ্গবন্ধুকে ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে সামরিক শাসন, স্বৈরশাসন, কারফিউ গণতন্ত্রের নামে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র ছিল, সেই গোষ্ঠী এখন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি-জামায়াত অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিশ্বাস করে না। তারা শেখ হাসিনাকে হত্যা করে এ দেশকে একটি তালেবানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে- এটা তারা চায় না।

আলোচনা সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বাহাউদ্দিন নাছিম ২০১৩ সালের জামায়াত-বিএনপির সহিংসতার কথা উল্লেখ করে বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ১ অক্টোবর সরকার গঠন করে যে সহিংসতা চালিয়েছিল তার শিকার বাংলাদেশের মধ্যে দক্ষিণ-পশ্চিমের খুলনা বিভাগের অন্যতম জেলা সাতক্ষীরা। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের দেখতে এখানে আসলে সেই সন্ত্রাসী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে হত্যা করতে চেয়েছিল। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষায় শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল নেতাকর্মীরা।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই বিরোধীরা সমাবেশ করতে ব্যর্থ হয়ে হরতাল অবরোধের নামে আবার অগ্নিসন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মারা শুরু করেছে। সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটপাটকারী ওই বিএনপি-জায়ামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, যে হাত দিয়ে বোমা মেরে বিএনপি মানুষ হত্যা করবে, গাড়িতে আগুন দিবে, সেই হাত ভেঙে দিতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে। আগামী ১৩ নভেম্বরে খুলনা সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে। সমাবেশকে সফল করতে সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক তুখড় ছাত্রনেতা এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতাজা হাসান, সিআইপি, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মুস্তাকিমসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। যথাসময়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাসী। তারেক জিয়া একজন খুনি, অস্ত্র ব্যবসায়ী। লন্ডনে বসে আছে, মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। সেখান থেকে মদদ দিয়ে দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। ২০১৪ সালে গান পাউডার দিয়ে ওই বিএনপি-জামায়াত মানুষ হত্যা করেছিল। এখন হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারছে, পুলিশ হত্যা করছে। প্রধান বিচারপতির বাসভবনে আগুনসন্ত্রাস করছে। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থেকে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীরা, জঙ্গিরা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করবে, পুলিশ হত্যা করবে, সাংবাদিক নির্যাতন করবে তা হতে দেওয়া যাবে না। আগুন দিয়ে জ্বালাও পোড়াও করলে বিএনপি নেতাদের বাড়ি থেকে ধরে এনে সেই হাতে আগুন ধরিয়ে দিতে হবে। জনতার আদালতে বিচার করতে হবে। আগামী ১৩ তারিখের খুলনার জনসভা হবে নৌকা বিজয়ের মহাসমাবেশ। সেই সভা থেকে নৌকা বিজয়ের জন্য শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে।

সভায় সাতক্ষীরা থেকে লক্ষাধিক মানুষ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উল্লেখ করেন। ইতোমধ্যে প্রতিদিন সাতক্ষীরার সাতটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি সভা কার্যক্রম অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

আইপিএলের পর দ্বিতীয় সেরা হতে চায় যে টি-টোয়েন্টি লিগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : আইন উপদেষ্টা

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

১০

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়

১১

বেড়েছে পদ্মার পানি, ডুবেছে ৩১ গ্রাম

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নজর রাখছে জার্মান সংস্থা

১৩

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৪

ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

১৫

মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেপ্তার

১৬

কোন কোন শর্ত মেনে ছেলেদের চীনাবাদাম খাওয়া উচিত

১৭

যাবজ্জীবন দণ্ড ভোগ করে মুক্তির পর দোকান পেলেন দুলাল

১৮

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

১৯

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

২০
X