লালমনিরহাটে পাটগ্রামে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পানবাড়ি বিওপিতে বিজিবির আহ্বানে, বিজিবির গেস্ট হাউসে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ওই ইউনিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পে (বিওপি) সেক্টর কমান্ডার পর্যায়ে চার ঘণ্টাব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির রংপুর বিজিবি সেক্টর কমান্ডার ও ভারতের জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠক বিজিবির পক্ষে ২৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপরের সেক্টর কামান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন। অপরদিকে বিএসএফের পক্ষে ২৬ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলপাইগুড়ির সেক্টর কমান্ডার ডিআইজি বিজয় কুমার মেহতা।
সভায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী উদ্ভূত সমস্যার দ্রত সমাধানে কোম্পানি, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা ও বৈঠক আয়োজনে উভয় বাহিনী ঐক্যমত পোষণ করেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এ সভা সম্পন্ন হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন