সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের পর বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনার কয়রা, যশোর ও শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, সন্ধ্যা ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানির কমান্ডার বিকাশ কুমারের নেতৃত্বে বিএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বিজিবি ১৫ বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন