ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের পাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা বলতে পারেনি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপার। নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে এ আগুন লেগেছে তা এখনো নিরূপণ করা যায়নি।
নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
মন্তব্য করুন