জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগদান করছেন ফাইযুল ওয়াসীমা নাহাত। রোববার (১১ নভেম্বর) তার যোগদানের কথা রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আমেনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা ফাইযুল ওয়াসীমা নাহাত ২০১৪ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিভাগে স্নাতক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৫তম বিসিএস দিয়ে ২০২০ সালের ৩১ আগস্ট জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের আগে ফাইজুল ওয়াসীমা নাহাত ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রথম নারী ইউএনও যোগদানের খবরে স্বাগত জানাতে প্রস্তুত মাদারগঞ্জের সব মহল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বদলি ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাইযুল ওয়াসীমা নাহাতকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
মন্তব্য করুন