কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামের শেখ রাসেল হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চলছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হবে।
মন্তব্য করুন