তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণের মধ্য দিয়েই আমরা দেখতে পাব দেশের উন্নয়ন, সরকারের সুশাসন।’
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সিংড়া মডেল প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, ফোর লেন রাস্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট। ফলে যখনকার খবর আমরা তখনই পাচ্ছি। যখনকার ঘটনা আমরা তখনই সরাসরি দেখতে পাচ্ছি। ডিজিটাল বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছানো সহজ হয়েছে।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আমি সাংবাদিকদের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব। এর ফলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল লিটারেসি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করতে পারবে। আপনারা দেখেছেন, ৩৩টির মতো বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। এর ফলে হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।
সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, একুশে টিভির সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ। সভা পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম।
মন্তব্য করুন