বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নাশকতারোধে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় ৯০০ আনসার

বগুড়া সাতমাথা। ছবি : সংগৃহীত
বগুড়া সাতমাথা। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা অবরোধে নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ৯০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্টের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৯ অক্টোবর বিরোধীদলের ডাকা হরতালের দিন জেলায় মোট ৮৪৬ জন এবং প্রত্যেক অবরোধের দিনে আড়াইশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) সদস্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় দায়িত্ব পালন করছে।

সূত্র জানায়, সম্প্রতি বিরোধীদলের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরকারি-বেসরকারি স্থাপনা ও কার্যালয় সুরক্ষিত রাখতে সারা দেশে ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড ছাড়াও বিশেষ করে রেললাইন এবং শহরের কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক দৃষ্টি রাখবে।

গত ২৯ অক্টোবর বিরোধীদলের ডাকে হরতালের দিনে জেলার ১২টি উপজেলায় ৮৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে। এর মধ্যে বগুড়া সদরে ৯৭ জন, শিবগঞ্জে ১০০, নন্দীগ্রামে ৬০, কাহালুতে ৫৮, দুপচাঁচিয়ায় ৭৮, আদমদীঘিতে ১০০, শাজাহানপুরে ৫৮, শেরপুরে ৫৪, ধুনটে ৫৮, সোনাতলায় ৭৭, গাবতলীতে ৫২ ও সারিয়াকান্দি উপজেলায় ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে। এ ছাড়াও প্রত্যেকটি অবরোধের দিন জেলার ৬টি উপজেলার রেলপথ, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয়ে দুই শিফটে মোট আড়াইশ আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তায় কাজ করছে। এরমধ্যে বগুড়া সদরে জেলা প্রশাসনের কার্যালয়, সার্কিট হাউস, রেলস্টেশন, তিন মাথা রেলগেট, চারমাথা বাসস্ট্যান্ড ও সদর থানার সামনে রেলগেট এলাকায় দায়িত্ব পালন করছে।

দুপচাঁচিয়া উপজেলায় সিও অফিস মোড়, তিশিগাড়ি মোড়, তালোড়া রেলস্টেশন, আলতাফনগর রেল স্টেশন, চৌমুহনী বাজার ও সাহারপুকুর বাজারে দায়িত্ব পালন করছে।

সোনাতলা উপজেলায় সোনাতলা রেলগেট, রেলস্টেশন, ভেলুরপাড়া রেলস্টেশন, রিজার্ভ/টহল ও সৈয়দ আহমদ রেলস্টেশন, কাহালু উপজেলায় কাহালু রেলস্টেশন, পাঁচ পীর রেলস্টেশনে দায়িত্ব পালন করছে।

আদমদীঘি উপজেলায় সান্তাহার খাদ্যগুদাম, সান্তাহার রেলস্টেশন, বাসস্ট্যান্ড, গাবতলী উপজেলায় রেলস্টেশন, সুখারপুকুর রেলস্টেশন, গাবতলি রেলস্টেশন ২নং গেইট, গাবতলী পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, সুখানপুকুর পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ও গাবতলী উপজেলা পরিষদের গেইট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

বগুড়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ (বিভিএম সেবা) বলেন, এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৯১৫ জন অভিজ্ঞ আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয় সুরক্ষিত রাখতে আগে থেকেই জেলার বিভিন্ন কার্যালয়ে ৯১৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

১০

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

১১

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

১৩

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

১৪

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

১৫

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

১৬

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

১৭

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১৮

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১৯

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

২০
X