নারায়ণগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক মামুন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ রানা ওরফে মাসুদ ও মো. গাফফার। রায় ঘোষণার সময় উভয় আসামিই পলাতক ছিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর সোনারগাঁও থেকে সিএনজি চালক মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের তদন্তে এ ঘটনার সঙ্গে মাসুদ ও গাফফারের জড়িত থাকার প্রমাণ মেলে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, আসামিরা মামুনকে হত্যা করে তার সিএনজি ছিনিয়ে নেয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন