চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ কক্ষ থেকে কলেজছাত্র আফনান লিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক দেবাশিষ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফনান (১৯) গড়গড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আতিয়ার খাঁর ছেলে। সে হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এক আত্মীয় মারা গেলে মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন মেহেরপুর সদরে যান। রাতে তিনি সেখানে ছিলেন।
ওই রাতে নিজের ছবিসহ ‘its end বা এটা শেষ?’ লিখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন লিয়ন। বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক দেবাশিষ জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আফনান।
মন্তব্য করুন