দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর সিলেট নগরের শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান থানা এলাকার দাসপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
লেগুনার চালক লোকমান মিয়া বলেন, ‘পীরের বাজার থেকে আসার পথে দাসপাড়া বাজারে হঠাৎ হকিস্টিক নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা সংখ্যায় পনেরো জনের মতো ছিল। আমি ভয়ে পালিয়ে গেলে তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।’
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি।’
মন্তব্য করুন