সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে, মনোনয়নও ঘোষণা হয়ে যাবে’

আনন্দ মিছিলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
আনন্দ মিছিলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

দল বিবেচনা করলে নির্বাচনে অংশগ্রহণ করবেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দলে কোন্দল, গ্রুপিং থাকতে পারে। নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে, মনোনয়নও ঘোষণা হয়ে যাবে। মনোনয়ন ঘোষণার পর এমনভাবে জোয়ার আসবে ওই গ্রুপিং-কোন্দল ভেসে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে বিএনপি অন্যভাবে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি তপশিল প্রত্যাখ্যান করবে তা আগেই বলেছিল। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না। এটা তো নতুন কোনো বিষয় নয়। নির্বাচন অবশ্যই সময় মতো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাজারে আনন্দ মিছিলের পূর্বে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

নিজেকে ভাটি এলাকার মানুষ উল্লেখ করে তিনি বলেন, আমার অগ্রাধিকার মানুষের জন্য কাজ করা। সড়ক, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো আমাদের প্রয়োজন।

‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন তপশিলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন’- এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এত দূর যাওয়ার দরকার কী, পাশেই তো বুড়িগঙ্গা রয়েছে। কাগজ ভাসাবার জন্য তো বঙ্গোপসাগর লাগে না। এক টুকরো কাগজ বাড়ির পুকুরেও ফেলা যায়, এগুলো কথার কথা।

সংলাপের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, এ বিষষটি আমি বুঝতে পারছি না। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার দলেরর প্রধান প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যরা আছেন, তারা নির্ধারণ করবেন।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর স্বাস্থ্য সেবার উদ্বোধন, মহাশিং নদীর ওপর পাগলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এ ছাড়াও জগন্নাথপুর উপজেলার কেশবপুর-রসুলগঞ্জ-টুকেরবাজার-পুনাউল্লা সড়ক নির্মাণকাজের উদ্বোধন, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, ভবেরবাজার পাটলী সড়কের মাগুরা নদীর ওপর ৫০ মিটার গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আ. সোবহান উচ্চ বিদ্যালয়, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেদা খনম উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১০

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

১১

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

১২

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৩

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

১৫

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

১৬

শীতে আপনার সন্তানকে সুস্থ রাখবেন যেভাবে

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

১৯

বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

২০
X