চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে পূর্বশত্রুতার জেরে ডিম বহনকারী ছোট পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার ইসরায়েল মোড়ে একটি ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যানে আগুন দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চোধুরী জোবায়ের আহাম্মেদ জানান, ডিমের দোকানের মালিক শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মো. আহাদের সঙ্গে তার দোকানের সাবেক কর্মচারী একই মহল্লার মো. রাজুর দোকানের টাকা চুরি নিয়ে বিবাদ ছিল। এই বিবাদের জেরে পিকআপে আগুন দেয় রাজু। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই রাজুকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, রাজু প্রাথমিকভাবে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে। এটা কোনো রাজনৈতিক সহিংসতা নয় বলে জানান ওসি। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন