বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লাসহ কয়েকজন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার গুলশান বাসভবনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
এ সময় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. হেমায়েত হোসেন মৃধা ও দুধল ইউনিয়নের বিএনপি নেতা মো. ফরিদ আহমেদ লিটন সিকদারও জাতীয় পার্টিতে যোগদান করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের জাতীয় পার্টিতে যোগদান করায় তাদেরকে শুভেচ্ছা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সামনে জাতীয় পার্টির জন্য সুসময় অপেক্ষা করছে। সে জন্য জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ও সুসংঘটিত করতে হবে। জাতীয় পার্টিকে ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
মন্তব্য করুন