আগামী ২৬ নভেম্বরের মধ্যে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লাগানো প্রচারণামূলক সব ধরনের ব্যানার পোস্টার ফেস্টুন তোরণ নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি গেট বা তোরণ, রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাকরণ করা থাকলে আগামী ২৬ নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই সময়ের মধ্যে যদি কেউ গেট বা তোরণ, রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাকরণ ইত্যাদি অপসারণ না করেন তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন