আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে আট লাখ টাকার ভুয়া ঋণ নিয়ে দপ্তরি লাপাত্তা

চৌদ্দগ্রামের খিরনশাল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দপ্তরি আবদুর রহমান। ছবি : সংগৃহীত
চৌদ্দগ্রামের খিরনশাল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দপ্তরি আবদুর রহমান। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের খিরনশাল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দপ্তরি আবদুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধান ও দুই শিক্ষকের স্বাক্ষর জাল করে জনতা ব্যাংক থেকে আট লাখ টাকার ঋণ উত্তোলন করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দপ্তরি আবদুর রহমান একই উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের আবদুল কাদেরের ছেলে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দপ্তরি আব্দুর রহমান ২০১০ সনে এই মাদ্রাসায় যোগদান করেন। যোগদানের পরে তিনি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানের কাছের লোক হয়ে উঠেন। আব্দুর রহমানকে অধ্যক্ষ মাদ্রাসায় ক্যানটিন বসিয়ে চাকরির পাশাপাশি ব্যবসার সুযোগ করে দেন। আস্থাভাজন হওয়ায় অগ্রিম স্বাক্ষর নিয়ে শিক্ষকদের বেতন উত্তোলন, মাদ্রাসার কম্পিউটার ব্যবহার, বিভিন্ন আলমিরা ব্যবহার করতেন আব্দুর রহমান।

মাদ্রাসার বেশ কয়েক শিক্ষক-শিক্ষার্থী অভিযোগ করেন, অধ্যক্ষের অবর্তমানে আব্দুর রহমানই সর্বেসর্বা। এই সুযোগে তিনি অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে জনতা ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা থেকে শিক্ষক আবদুল হান্নানের নামে চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি ৪ লাখ টাকা এবং কম্পিউটার অপারেটর মাছুমের বিল্লার নামে গত বছরের ২৩ অক্টোবর ৪ লাখ টাকার ঋণ উত্তোলন করেন আব্দুর রহমান।

মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল হান্নান জানান, গত ১৫ দিন আগে আমি ব্যাংকে গেলে জানতে পারি আমার নামে ৪ লাখ টাকার একটি ঋণ উত্তোলন করা হয়েছে, অথচ আমি কোনোভাবেই ওই ঋণ করি নাই। দপ্তরি আব্দুর রহমান কীভাবে কাগজপত্র তৈরি করে আমার নামে ঋণ নিয়েছে, তা আমার জানা নেই। ইতোমধ্যেই আমি ব্যক্তিগতভাবে থানায় যোগাযোগ করেছি। বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি। একই অভিযোগ করেন মাদ্রাসার কম্পিউটার অপারেটর মাছুম বিল্লা। তার নামেও ৪ লাখ টাকার ভুয়া ঋণ উত্তোলন করেছে আব্দুর রহমান।

এ বিষয়ে জনতা ব্যাংক চৌদ্দগ্রাম শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক (বর্তমান কর্মস্থল- কুমিল্লা কোটবাড়ী গন্ধমতি শাখা ব্যবস্থাপক) মোমিনুল হক জানান, যথাযথ নিয়ম মেনে ঋণগ্রহীতাদের স্বাক্ষর যাচাই করে দুজনের ঋণ অনুমোদন দিয়েছি। এতে কোনো জাল-জালিয়াতি হয়নি।

জনতা ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, গত কিছুদিন আগে খিরনশাল মাদ্রাসার মাছুম নামীয় এক কর্মচারী জানান, তার ঋণের বিষয়ে সে জানে না। একই অভিযোগ করেন মাদ্রাসার আরেক শিক্ষক আব্দুল হান্নান। মূলত, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঋণ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়ন, এমপ্লয়ি সার্টিফিকেট, এমপিও কপি, এমপিও ২ বছর পূর্ণ হওয়াসহ সকল শর্তাবলি মেনে ঋণ প্রদান করা হয়েছে।

অভিযোগ উঠেছে, এ দুটি ঋণ উত্তোলনের সময় আব্দুর রহমান ঋণের কাগজপত্রে গ্রাহকদের স্বাক্ষর জাল করেছেন এবং এ বিষয়ে তাকে ব্যাংকের একটি চক্র সহযোগিতা করেছেন।

অভিযুক্ত আব্দুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক দিন একাধিকবার কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার পিতা আবদুল কাদের এবং ভগ্নিপতি আবদুল বারেক বলেন, গত ২৭ অক্টোবর থেকে আব্দুর রহমানের খোঁজ নেই। এখন পর্যন্ত নিখোঁজের কোনো সাধারণ ডায়েরি করেননি বলেও জানান তার বাবা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানকে প্রতিবেদন গত ১ নভেম্বর ব্যক্তিগত মোবাইলে কল করলে তিনি অভিযুক্ত আব্দুর রহমানের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সরাসরি দেখা করবেন বলে জানান। প্রতিবেদন কয়েক দিন অধ্যক্ষের জন্য অপেক্ষা করে গত ৬ নভেম্বর সরাসরি মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে গিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি কিছুটা স্বীকার করে বলেন, গত ২৬ অক্টোবর আব্দুর রহমান ছুটি নিয়ে এরপর থেকে আর মাদ্রাসায় আসে নাই। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেও তার সন্ধ্যান পাই নাই। মাদ্রাসায় কর্মরত ১ জন শিক্ষক এবং ১ জন কর্মচারীর নামে জনতা ব্যাংক থেকে ভুয়া ঋণ নেওয়া হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন জানান, দপ্তরি আব্দুর রহমান একাধিক শিক্ষক কর্মচারীর নামে জালিয়াতি করে ব্যাংক থেকে ঋণের বিষয়ে গত মাসের শেষে কমিটির মিটিংয়ে সিদ্ধান্তের আলোকে মাদ্রাসা থেকে তাকে শোকজ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন জানান, স্বাক্ষর জাল করে একাধিক শিক্ষক-কর্মচারীর নামে ঋণ নেওয়ার বিষয়টি আমি অধ্যক্ষের মাধ্যমে জেনেছি। ঋণের কাগজপত্রে অধ্যক্ষের স্বাক্ষর প্রমাণের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব। অধ্যক্ষ অভিযুক্ত পিয়ন আব্দুর রহমানকে শোকজ করেছেন বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১০

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১১

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১২

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৪

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৫

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৬

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৭

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৮

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৯

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

২০
X