বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকারও বেশি। সোমবার (২৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।
আহসানুল কবির পাভেল জানান, রোববার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ২৯ হাজার ৮৫৭টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৯৭৬ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৪ হাজার ৮৮১টি যানবাহন।
মোট টোল আদায় ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং টোলপ্লাজায় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
মন্তব্য করুন