নারায়ণগঞ্জের বন্দরে এক এক করে মাটিতে আছড়ে পড়েছে ৯টি বৈদ্যুতিক খুঁটি। সোমবার (২০ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ইপিলিয়ন কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর কয়েক মাস ধরে মহাসড়ক প্রশস্তকরণ কাজ করছে। ফলে সড়কের পাশে থাকা বৈদুৎতিক খুঁটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সোমবার রাতে হঠাৎ করে তারসহ প্রথমে একটি পরে এক এক করে আরও ৮টি খুঁটি মহাসড়কের উপর পড়ে যায়। এ সময় একটি খুঁটি পড়ে বাসের ওপর। এতে বাসটির পেছনের অংশের ক্ষতি হয়। পাঁচজন আহত হলেও গুরুতর নয়। ঘটনার পর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে রাতেই খুঁটি অপসারণ করে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, রাতেই খুঁটি আপসারণ করা হয়েছে। ঘটনায় কারও গাফিলতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন