আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ২০০ বছরের পুরোনো পুকুর ভরাটের অভিযোগ

আগৈলঝাড়ার পয়সাহাটের ২০০ বছরের পুরাতন পুকুরটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ছবি : কালবেলা
আগৈলঝাড়ার পয়সাহাটের ২০০ বছরের পুরাতন পুকুরটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ছবি : কালবেলা

বরিশালের আগৈলঝাড়ার পয়সাহাটের ২০০ বছরের পুরাতন পুকুরটি দখল করে বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পয়সারহাট কমিটির কথিত সাধারণ সম্পাদক ফিরোজ সিকদার ও বিএনপি নেতা রুবেল সিকদারের বিরুদ্ধে। সম্প্রতি পুকুরের কিছু অংশে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার পয়সাহাটের একটি বাণিজ্যিক বন্দর। এই বন্দরের মাঝে ২০০ বছরের পুরাতন একটি সরকারি পুকুর রয়েছে। ওই পুকুরটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পয়সারহাট কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ সিকদার ও স্থানীয় লালমিয়া শিকদারের ছেলে মো. রুবেল সিকদার মিলে দখল করে ওই পুকুরটি বালু দিয়ে ভরাট করছে। সম্প্রতি তারা পুকুরে একটি অংশ দখল করে ভরাট করে দোকানঘর নির্মাণ করেছে। এখন আবার পুকুরেরে বাকি অংশ ৫ দিন ধরে তারা বালু দিয়ে ভরা করছে। বন্দরের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল হক শেখ বলেন, দীর্ঘদিন ধরে বাজার পরিচালনায় কোনো কার্যকরী কমিটি নেই। কমিটি না থাকার সুযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ফিরোজ শিকদার দলের প্রভাব খাটিয়ে নিজেকে বাজার কমিটির সাধারণ সম্পাদক দাবি করে। তার সাথে পয়সা গ্রামের লালমিয়া সিকদারের ছেলে স্থানীয় রুবেল সিকদারকে নিয়ে সম্প্রতি বন্দরের মধ্যে একটি পুকুর বালু ভরাট করেছে। এ ছাড়াও ফিরোজ সিকদার প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৩টি ঘর উত্তোলন করে।

স্থানীয় ছিদ্দিকুর রহমান শিকদার, আব্দুল মজিদ শিকদার ও বর্তমান মেম্বর হেমায়েত সিকদার সাংবাদিকদের জানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ফিরোজ শিকদার ও তার সহযোগী লালমিয়া সিকদারের ছেলে মো. রুবেল সিকদার মিলে ২০০ বছরে পুরাতন পুকুরটি পাঁচ দিন ধরে বালু দিয়ে ভরাট করে আসছে। এর পূর্বেও কিছু অংশ ভরাট করে তারা দোকানঘর নির্মাণ করছে। প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চান না। প্রশাসনের কাছে আমাদের দাবি পুকুরটি দখল মুক্ত করে পুনঃখনন করে ঐতিহ্য ধরে রাখা হোক। স্থানীয় বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পয়সারহাট কমিটির সভাপতি বিপুল দাস বলেন, হাটের পুকুর ভরাট করছে, এমন খবর পেয়ে বিষয়টি ইউএনওকে জানিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ফিরোজ শিকদার সাংবাদিদের বলেন, লালমিয়া সিকদারের ছেলে মো. রুবেল সিকদারের ঘর রক্ষার জন্য আমার অজান্তে পুকুরে বালু দিয়ে ভরাট করছে। আমি জানার পরে তাকে বাধা দিয়েছি। এখন বালু ভরাট বন্ধ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মো. রুবেল সিকদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

২ ভাইকে কুপিয়ে হত্যা

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

১০

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

১১

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

১২

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

১৩

কারিগরি শিক্ষার বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা

১৪

ঢাকার মঞ্চে বেগম রোকেয়া

১৫

সংকটকালে দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই : রবিউল আলম 

১৬

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

১৭

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

১৮

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

১৯

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

২০
X