ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান নৌকা পাওয়ায় তিন উপজেলায় আনন্দ মিছিল

তিন উপজেলায় আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
তিন উপজেলায় আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক দুইবারের সংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের নাম ঘোষণা করায় তিন উপজেলায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার আগে ও পরে দলের নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা এসব কর্মসূচি পালন করেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় মুহূর্তের মধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

মনোনয়ন ঘোষণা হওয়ার আগেই বিকাল থেকে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় অফিস ও ডাক বাংলো চত্বরে আসতে শুরু করেন। উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় নৌকা নৌকা মিছিল স্লোগানে ভারী হয়ে ওঠে পৌর শহরগুলো। মিছিলগুলো তিন উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ও সহযোগী সংগঠন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়।

বোয়ালমারীতে পৃথক পৃথক মিছিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে একটি মিছিল ও উপজেলা যুবলীগের নেতৃত্বে অপর একটি মিছিল বের হয়।

এ ছাড়া আলফাডাঙ্গায় পৃথক মিছিলে বর্তমান মেয়র আলি আকসাদ ঝন্টু এবং পৌর কাউন্সিলরসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং বাজারের সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান কালবেলাকে ফোনে জানান, ‌‘আমি ফরিদপুর-১ আসনে আগে দুইবার এমপি ছিলাম। যে উন্নয়ন করেছি সেটা মানুষের মুখে মুখে এখনো আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে আমার অসমাপ্ত কাজ এবার ইনশাআল্লাহ করব।’

আরও তিন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের সবাইকে স্বাগত জানাবো অভিনন্দন জানাব এবং তারা নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, মানুষ ভোটমুখী হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমানের আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৫ হাজার ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১০

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১১

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১২

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৩

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৪

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৫

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৬

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১৭

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৮

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

১৯

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

২০
X