সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান নৌকা পাওয়ায় তিন উপজেলায় আনন্দ মিছিল

তিন উপজেলায় আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
তিন উপজেলায় আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক দুইবারের সংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের নাম ঘোষণা করায় তিন উপজেলায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার আগে ও পরে দলের নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা এসব কর্মসূচি পালন করেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় মুহূর্তের মধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

মনোনয়ন ঘোষণা হওয়ার আগেই বিকাল থেকে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় অফিস ও ডাক বাংলো চত্বরে আসতে শুরু করেন। উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় নৌকা নৌকা মিছিল স্লোগানে ভারী হয়ে ওঠে পৌর শহরগুলো। মিছিলগুলো তিন উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ও সহযোগী সংগঠন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়।

বোয়ালমারীতে পৃথক পৃথক মিছিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে একটি মিছিল ও উপজেলা যুবলীগের নেতৃত্বে অপর একটি মিছিল বের হয়।

এ ছাড়া আলফাডাঙ্গায় পৃথক মিছিলে বর্তমান মেয়র আলি আকসাদ ঝন্টু এবং পৌর কাউন্সিলরসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং বাজারের সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান কালবেলাকে ফোনে জানান, ‌‘আমি ফরিদপুর-১ আসনে আগে দুইবার এমপি ছিলাম। যে উন্নয়ন করেছি সেটা মানুষের মুখে মুখে এখনো আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে আমার অসমাপ্ত কাজ এবার ইনশাআল্লাহ করব।’

আরও তিন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের সবাইকে স্বাগত জানাবো অভিনন্দন জানাব এবং তারা নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, মানুষ ভোটমুখী হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমানের আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৫ হাজার ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১০

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১১

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১২

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৩

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৫

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৬

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৭

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৮

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১৯

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

২০
X