ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার ( ২৯ নভেম্বর) ঢাকার দোহারে তার মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মো. মোবাশ্বের আলম। এর আগে সকাল ১২টায় নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন সালমান এফ রহমান। সেখানে মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মতিউর রহমান।
এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে দুই উপজেলার হাজারো নেতাকর্মীরা সালমান এফ রহমানকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন ও সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান।
মন্তব্য করুন