রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র হয়ে লড়বেন কৃষক লীগের নুরে আলম সিদ্দিকী

কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ছবি : কালবেলা

রাজবাড়ী-২ আসনে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে অনেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারই ধারবাহিকতায় এবার নির্বাচনের লড়াইয়ে নেমেছেন নুরে আলম সিদ্দিকী হক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী-২ আসন (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক কালবেলাকে জানান, দলের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচন অবশ্যই উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। আমি মনে করি, দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত।

তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে কোনো বাধা নেই। সাধারণ ভোটাররা চায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেজন্য তাদের চাপের কারণে আমাকে বাধ্য হয়ে নির্বাচন করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক এ আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এ ঘোষণার পর থেকেই রাজবাড়ী-২ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম খান কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরেই রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের কোন্দল রয়েছে। এবারো এ আসনে একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিল।বর্তমানে এখানে নৌকার এমপি থাকলেও বিএনপি-জামায়াতের অত্যাচারে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে।

জেলা নির্বাচন অফিস কালবেলাকে জানায়, রাজবাড়ী-২ আসন থেকে মোট মনোনয়ন উত্তোলন করেছেন ৬ জন। এদের মধ্য আওয়ামী লীগ-১, আওয়ামী লীগের বিদ্রোহী-১ ও অন্যান্য দলের মধ্যে ৪ জন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের দাপটে জবুথবু জনজীবন 

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

১০

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

১১

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

১২

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

১৩

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

১৪

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৫

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৭

সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা

১৮

বিয়ের বৈঠকে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

১৯

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

২০
X