রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র হয়ে লড়বেন কৃষক লীগের নুরে আলম সিদ্দিকী

কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ছবি : কালবেলা

রাজবাড়ী-২ আসনে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে অনেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারই ধারবাহিকতায় এবার নির্বাচনের লড়াইয়ে নেমেছেন নুরে আলম সিদ্দিকী হক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী-২ আসন (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক কালবেলাকে জানান, দলের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচন অবশ্যই উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। আমি মনে করি, দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত।

তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে কোনো বাধা নেই। সাধারণ ভোটাররা চায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেজন্য তাদের চাপের কারণে আমাকে বাধ্য হয়ে নির্বাচন করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক এ আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এ ঘোষণার পর থেকেই রাজবাড়ী-২ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম খান কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরেই রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের কোন্দল রয়েছে। এবারো এ আসনে একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিল।বর্তমানে এখানে নৌকার এমপি থাকলেও বিএনপি-জামায়াতের অত্যাচারে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে।

জেলা নির্বাচন অফিস কালবেলাকে জানায়, রাজবাড়ী-২ আসন থেকে মোট মনোনয়ন উত্তোলন করেছেন ৬ জন। এদের মধ্য আওয়ামী লীগ-১, আওয়ামী লীগের বিদ্রোহী-১ ও অন্যান্য দলের মধ্যে ৪ জন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X