অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও মারার হুমকির অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন অভিনেতা। তবে কথা প্রসঙ্গে অভিনেত্রী অহনার সঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রেম। একই সঙ্গে শামীমের সঙ্গে প্রেমের সময় হৃদয়ের সঙ্গে অহনা ডাবল টাইমিং করেছেন বলে দাবি করেন এই অভিনেতা।
শামীমের মন্তব্য নিয়ে ব্যাপক চটেছেন অহনা। নিজের শুটিং পর্যন্ত বন্ধ রেখেছেন বলে জানালেন এই অভিনেত্রী। শুধু তাই না শামীমের ভিত্তিহীন অভিযোগ তাকে সমাজের কাছে হেয় করেছে বলে জানান অহনা। এখানেই শেষ না শামীমের পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন এই সুন্দরী।
অহনা বলেন, এই তার পারিবারিক শিক্ষা কথায় কথায় মানুষকে মুর্খ, ছোটলোক ও গরিব বলে শামীম। হৃদয় বা আমাকে নিয়ে কথা বলার আগে সেকি কারও কাছে অনুমতি নিয়েছে। আমি কি ডাবল টাইমিং করার মতো মেয়ে। আমি ওমরাহ করেছি। আমার জীবনে পরিবর্তন এসেছে। আমি তো শামীমের নামে কখনো কিছু বলিনি। তার বিরুদ্ধে ধর্ষণের হুমকির মতো অভিযোগ এসেছে। তাহলে কী এসব ঢাকতেই আমাকে টানা হয়েছে।
এদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার পর শামীমের বিরুদ্ধে অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যাও গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। শুটিং সেটে শামীমের খারাপ আচরণের কারণে তাকে জুতা দিয়ে পিটাতে চেয়েছিলেন।
মন্তব্য করুন