আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

বহিষ্কৃত কামরুজ্জামান কদর। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত কামরুজ্জামান কদর। ছবি : সংগৃহীত

ফরিদপুরে তীব্র বিতর্ক ও ক্ষোভের মুখে শেষ পর্যন্ত বহিষ্কৃত হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ও বহুল আলোচিত সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর।

শুক্রবার (৯ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

এ চিঠিতে জানানো হয়, তথ্য গোপন করে অন্য রাজনৈতিক দলে সক্রিয় থাকার অভিযোগে ফরিদপুর জেলা জিয়া মঞ্চ থেকে কদরকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এ সিদ্ধান্ত ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। তবে তারা আরও বলছেন, এমন ভুল যেন ভবিষ্যতে আর না হয়।

এর আগে ৮ মে রাতে ‘আলমগীর কবির’ নামক একটি ফেসবুক আইডি থেকে কদরকে অভিনন্দন জানিয়ে এবং কমিটির অনুমোদনপত্র প্রকাশ করে পোস্ট দেওয়া হয়। এতে জিয়া মঞ্চ ফরিদপুর জেলার সভাপতি করা হয় আব্দুল্লাহ আল মামুনকে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম হোসেনকে। কদরকে রাখা হয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে।

কিন্তু এই ঘোষণার পরপরই বিএনপি ও জিয়া মঞ্চের অভ্যন্তরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রবাসী সাবেক যুবদল নেতা তারিকুল ইসলাম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘হায়রে আলফাডাঙ্গার বিএনপি! ধিক্কার জানাই। কতিপয় নেতা টাকার বিনিময়ে একজন আওয়ামী লীগ নেতাকে পদ দিয়েছে। যারা ১৭ বছর মামলা-জুলুম সহ্য করেছে, ঘরেও শান্তিতে ঘুমাতে পারেনি- তারা আজ উপেক্ষিত। টাকার কাছে হেরে যাচ্ছে ত্যাগী নেতারা।’

তথ্যানুসন্ধানে জানা যায়, কামরুজ্জামান কদর ২০২১ সালের ৫ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পান। একই কমিটিতে ছিলেন সেলিমুজ্জামান সেলিম ও বর্তমানে কারাগারে থাকা হারিচুর রহমান সোহান। তৎকালীন দপ্তর সম্পাদক কবির হোসেনের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

এছাড়া কদর ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং দুই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি এইচ এম ফুয়াদের ঘনিষ্ঠ। এমনকি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলনের পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

বর্তমানে কদর বিএনপির ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের ছত্রছায়ায় রাজনীতি করছিলেন। বিএনপির অনেক নেতার দাবি, এই প্রভাবের কারণেই জিয়া মঞ্চের পদটি তার হাতে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচারকারীদের ঘাঁটিতে বিজিবির হানা

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

চা বাগান শ্রমিক সর্দার হত্যা, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল / গ্রেটা থুনবার্গ ক্ষুধার্থ, বাকিদের ভাগ্যে যা ঘটেছে

ফের ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

জর্জিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে উত্তেজিত জনতার হামলা

লোহাগড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্লার লিফলেট বিতরণ

আফগানদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে টাইগাররা

১০

অনূর্ধ্ব-২০ / বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

১১

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

১২

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণ জানালেন আগারকার

১৩

নিজের ব্যর্থতা নিয়ে যা বললেন হৃতিক রোশন

১৪

ব্রাজিলিয়ানের চমকে হারল লিভারপুল, এমএলএসে বড় জয় মায়ামির

১৫

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধড়ফড় করে

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

১৮

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

১৯

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

২০
X