আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

বহিষ্কৃত কামরুজ্জামান কদর। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত কামরুজ্জামান কদর। ছবি : সংগৃহীত

ফরিদপুরে তীব্র বিতর্ক ও ক্ষোভের মুখে শেষ পর্যন্ত বহিষ্কৃত হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ও বহুল আলোচিত সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর।

শুক্রবার (৯ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

এ চিঠিতে জানানো হয়, তথ্য গোপন করে অন্য রাজনৈতিক দলে সক্রিয় থাকার অভিযোগে ফরিদপুর জেলা জিয়া মঞ্চ থেকে কদরকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এ সিদ্ধান্ত ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। তবে তারা আরও বলছেন, এমন ভুল যেন ভবিষ্যতে আর না হয়।

এর আগে ৮ মে রাতে ‘আলমগীর কবির’ নামক একটি ফেসবুক আইডি থেকে কদরকে অভিনন্দন জানিয়ে এবং কমিটির অনুমোদনপত্র প্রকাশ করে পোস্ট দেওয়া হয়। এতে জিয়া মঞ্চ ফরিদপুর জেলার সভাপতি করা হয় আব্দুল্লাহ আল মামুনকে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম হোসেনকে। কদরকে রাখা হয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে।

কিন্তু এই ঘোষণার পরপরই বিএনপি ও জিয়া মঞ্চের অভ্যন্তরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রবাসী সাবেক যুবদল নেতা তারিকুল ইসলাম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘হায়রে আলফাডাঙ্গার বিএনপি! ধিক্কার জানাই। কতিপয় নেতা টাকার বিনিময়ে একজন আওয়ামী লীগ নেতাকে পদ দিয়েছে। যারা ১৭ বছর মামলা-জুলুম সহ্য করেছে, ঘরেও শান্তিতে ঘুমাতে পারেনি- তারা আজ উপেক্ষিত। টাকার কাছে হেরে যাচ্ছে ত্যাগী নেতারা।’

তথ্যানুসন্ধানে জানা যায়, কামরুজ্জামান কদর ২০২১ সালের ৫ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পান। একই কমিটিতে ছিলেন সেলিমুজ্জামান সেলিম ও বর্তমানে কারাগারে থাকা হারিচুর রহমান সোহান। তৎকালীন দপ্তর সম্পাদক কবির হোসেনের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

এছাড়া কদর ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং দুই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি এইচ এম ফুয়াদের ঘনিষ্ঠ। এমনকি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলনের পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

বর্তমানে কদর বিএনপির ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের ছত্রছায়ায় রাজনীতি করছিলেন। বিএনপির অনেক নেতার দাবি, এই প্রভাবের কারণেই জিয়া মঞ্চের পদটি তার হাতে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

ডাকসু নির্বাচন / শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

২৪ ঘণ্টা না পেরোতেই বদলি কোম্পানীগঞ্জের ইউএনও

আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদায় শিক্ষাবৃত্তি প্রদান 

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

১০

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

১১

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

১২

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

১৩

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

১৪

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

১৫

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৬

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১৭

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১৮

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

২০
X