কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল—কী করতে যাচ্ছে ভারত?

ভারতীয় পুলিশের প্যারেড। ছবি : সংগৃহীত
ভারতীয় পুলিশের প্যারেড। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আজাদ কাশ্মিরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যেই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রাজস্থানের ১,০৩৭ কিলোমিটার দীর্ঘ পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে।

খবরে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট ৯ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আকাশপথে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত অঞ্চলজুড়ে। পাশাপাশি, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের এবং বারমের জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষাও। পুলিশ ও রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এছাড়া, সীমান্তের কাছে অ্যান্টি-ড্রোন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জয়সালমের ও জোধপুরে রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয়।

পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ মোট নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

ভারতের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বিমান ভারতের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে।

জিও নিউজের বরাতে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সুখোই-৩০।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফলে ধারণা করা হচ্ছে, পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতে পাল্টা হামলা চালাতে পারে। আর এমনটা ঘটলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বড় ধরণের সামরিক সংঘাতের আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগের কারণ

সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

ফাইনালে বার্সার মুখোমুখি না হওয়ায় খুশি পিএসজি কোচ

আবারও সোনার দামে বড় পতন

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতি আসনে একক প্রার্থী দিবে সমমনা ইসলামী দলগুলো

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজন : সেনাপ্রধান

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই খেলাফত মজলিস

‘আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে’

১০

ভারতের হামলায় যে প্রতিক্রিয়া জানালেন মাহিরা খান ও হানিয়া আমির

১১

ব্যাংক খোলা থাকবে চলতি মাসের দুই শনিবার

১২

প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা

১৩

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ / ‘জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব’

১৪

উপাচার্যের পদত্যাগের দাবিতে ববি উত্তাল, পাঠদান কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

১৫

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে : সারজিস

১৬

জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ 

১৭

আ.লীগের ক্লিন ইমেজধারীদের বিএনপির সদস্য হওয়া সংক্রান্ত খবরের প্রতিবাদ রিজভীর

১৮

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ৩

১৯

পিলখানা হত্যাকাণ্ড তাপসের নেতৃত্বে, জড়িত নানক-মির্জা আজম : আদালতে সাক্ষী

২০
X