বহিষ্কৃত এক বিএনপি নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বহিষ্কৃত ওই বিএনপি নেতার নাম আব্দুল ওহাব চৌধুরী সাগর। তিনি চাকরাইল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও তিনি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি।
পুলিশ জানায়, বদলগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব চৌধুরী সাগরের বাসায় পাওয়া গেছে টিটুকে। এসময় টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। বাসার মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকেও নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে। টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং এই সময় দুই প্রতিষ্ঠান থেকেই বেতন গ্রহণ করেছেন। টিটুর বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ভাইরাল হওয়া সন্ত্রাসী জহিরুল হক রুবেল এই টিটুর বন্ধু। রুবেলকে নিয়ে কিশোর গ্যাং লালন, জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে টিটুর বিরুদ্ধে। এসব কারণে লিটন মেয়র থাকাকালেই তাকে অব্যাহতি দিয়েছিলেন। আওয়ামী সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
স্থানীয়রা জানান, টিটুকে আশ্রয় দেওয়া বিএনপি নেতা আব্দুল ওহাব চৌধুরী সাগর সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে বিএনপি নেতা আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
শুক্রবার (০৯ মে) সকালে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলেন পুলিশ হেফাজতে থাকা সাগর। ওই সাংবাদিক জানান, টিটু হলেন তার প্রয়াত ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। আত্মীয়তার খাতিরে বুধবার টিটু তার বাড়িতে আসেন, তাই তিনি ফিরিয়ে দেননি। তবে টিটুর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।
বদলগাছি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘সাগর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে শুনলাম তিনি আগে থেকেই দল থেকে বহিষ্কৃত। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও পুলিশ হেফাজতে আছেন।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার কালবেলাকে বলেন, ‘সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ কালবেলাকে জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে চলমান আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যার আসামি টিটু। এছাড়া ছাত্র ও জনতার ওপর হামলার একটি মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। বদলগাছি থানা তাকে হস্তান্তর করলে ওই দুই মামলায়ও টিটুকে গ্রেপ্তার দেখানো হবে।
মন্তব্য করুন