হরতালের সমর্থনে সিরাজগঞ্জ শহরে ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ইবি রোড এলাকায় এ মিছিলটি বের হয়।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের নেতৃত্ব দেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দীন বলেন, অল্প বয়সী ৭-৮ জন ছেলে কয়েকটি মশাল হাতে নিয়ে মিছিল বের করেছিল। স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মিছিলকারীরা।
মন্তব্য করুন