আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তারকা আসন খ্যাত ১৬৯, মানিকগঞ্জ-২ আসন থেকে টানা তৃতীয়বারের মতো দলীয় টিকিট পেয়ে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঘোষিত তপশিল অনুযায়ী শেষ দিনে দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রেহেনা আকতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এরপর দুপুর ২টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন মমতাজ বেগম। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বর।
টানা তিনবার দলীয় মনোনয়ন পেয়ে মমতাজ বেগম বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা টানা তিনবারের রাষ্ট্রনায়ক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে এই আসন থেকে টানা দুই বার সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হয়ে যথাযথভাবে জনগণের সেবা করার চেষ্টা করেছি। শেখ হাসিনা এবারও আমাকে মনোনীত করে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছেন। এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি আশা করছি, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দেবেন। কারণ নৌকা মমতাজের ব্যক্তিগত প্রতীক নয়, এটা জাতির জনকের প্রতীক, এটা স্বাধীনতার স্বপক্ষের প্রতীক, এটা জননেত্রী শেখ হাসিনার প্রতীক।
তিনি আরও বলেন, নৌকা মানেই হলো সরাসরি শেখ হাসিনাকে ভোট দেওয়া। তাই আমার নির্বাচনী এলাকার জনগণকে একটা কথাই বলব, দেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের দোরগোড়ায়। তাই নৌকায় ভোট দিয়ে আমাকে আবার ওই জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিলে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার জনগণ যেন সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশের সুযোগ- সুবিধা পায়, সে ব্যবস্থাই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
মন্তব্য করুন