দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল, সোনাইমুড়ী) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার সময় চাটখিলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার কাছে তিনি নিজে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের সময় জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই তিনি এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মন্তব্য করুন