জামালপুর -৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই-বাছাই শেষে সোমবার (৪ নভেম্বর) সকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শফিউর রহমান মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
সঠিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গৃহীত হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
ডা.মুরাদ হাসানের ঘনিষ্ঠ পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ডা. মুরাদ জনপ্রিয়তায় এগিয়ে আছেন, তিনি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে জয়লাভ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
মুরাদের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললে তারা জানান, নেতাকর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের চাপেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সরিষাবাড়ী উপজেলাবাসী আগামী নির্বাচনে মুরাদকে বিজয়ী করবে বলে তারা প্রত্যাশা ব্যাক্ত করেন।
ডা. মুরাদ হাসান জামালপুর-৪ ( সরিষাবাড়ী) আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে দুইবার আ.লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য, পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন