নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার : কাদের মির্জা

আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত
আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

কাদের মির্জা বলেন, বিশ্ব অর্থনীতি মন্দার এ সময়েও দেশের অর্থনীতির গতি ঠিক রাখতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার। দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নানাবিধ কৌশল অবলম্বন করছেন শেখ হাসিনা।

মেয়র কাদের মির্জা আরও বলেন, বিশ্ব অর্থনীতির শক্তিধর দেশগুলোর সমন্বয়ে গঠিত সম্ভাবনাময়ী অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামী আগস্ট মাসে সাউথ আফ্রিকায় ব্রিকসের রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক সিদ্ধান্তক্রমে সেখানে যোগ দেবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে। আমেরিকা শেখ হাসিনার বিরোধিতা করার এটিও একটি বড় কারণ।

শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে বিশ্বে নজির সৃষ্টি করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। আজকে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা। তিনি দেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনারা নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি মারামারি করে আর দেশকে পিছিয়ে দেবেন না।

তিনি বলেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ—ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা করা মানে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ইনশাআল্লাহ দেশের জনগণ সব অপশক্তিকে রুখে দেবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, লন্ডনে বসে বাংলাদেশের জনগণের আত্মসাৎ করা টাকায় লবিস্ট নিয়োগ করে বিবৃতি দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা চলছে। আমাদের দেশের সম্পদ সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় আসার নীলনকশায় মত্ত বিএনপি।

আলোচিত এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের সেন্টমার্টিন দ্বীপে ইউরেনিয়ামের খনি আছে। যা নিউক্লিয়ার পাওয়ারে কাজে লাগে। এটি দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। এ ছাড়া এই অঞ্চলের সমুদ্র নিয়ন্ত্রণ করতে সেন্টমার্টিনে সামরিক ঘাঁটি করারও মাস্টারপ্ল্যান করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কখনোই দেশের সম্পদ বিক্রি করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে যেতে দেবেন না। তিনি শির দেবেন তবু সীমানা দেবেন না।

উল্লেখ্য, আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই। তিনি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় টানা তিনবারসহ চারবারের নির্বাচিত মেয়র। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেরও আছেন। সম্প্রতি নিজ দলের স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলে সারা দেশে আলোচিত হন এ মেয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X