নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার : কাদের মির্জা

আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত
আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

কাদের মির্জা বলেন, বিশ্ব অর্থনীতি মন্দার এ সময়েও দেশের অর্থনীতির গতি ঠিক রাখতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্যারিশম্যাটিক-সুপ্রিম ক্রাইসিস ম্যানেজার। দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নানাবিধ কৌশল অবলম্বন করছেন শেখ হাসিনা।

মেয়র কাদের মির্জা আরও বলেন, বিশ্ব অর্থনীতির শক্তিধর দেশগুলোর সমন্বয়ে গঠিত সম্ভাবনাময়ী অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামী আগস্ট মাসে সাউথ আফ্রিকায় ব্রিকসের রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক সিদ্ধান্তক্রমে সেখানে যোগ দেবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে। আমেরিকা শেখ হাসিনার বিরোধিতা করার এটিও একটি বড় কারণ।

শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে বিশ্বে নজির সৃষ্টি করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। আজকে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা। তিনি দেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনারা নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি মারামারি করে আর দেশকে পিছিয়ে দেবেন না।

তিনি বলেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ—ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা করা মানে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ইনশাআল্লাহ দেশের জনগণ সব অপশক্তিকে রুখে দেবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, লন্ডনে বসে বাংলাদেশের জনগণের আত্মসাৎ করা টাকায় লবিস্ট নিয়োগ করে বিবৃতি দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা চলছে। আমাদের দেশের সম্পদ সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় আসার নীলনকশায় মত্ত বিএনপি।

আলোচিত এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের সেন্টমার্টিন দ্বীপে ইউরেনিয়ামের খনি আছে। যা নিউক্লিয়ার পাওয়ারে কাজে লাগে। এটি দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। এ ছাড়া এই অঞ্চলের সমুদ্র নিয়ন্ত্রণ করতে সেন্টমার্টিনে সামরিক ঘাঁটি করারও মাস্টারপ্ল্যান করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কখনোই দেশের সম্পদ বিক্রি করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে যেতে দেবেন না। তিনি শির দেবেন তবু সীমানা দেবেন না।

উল্লেখ্য, আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই। তিনি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় টানা তিনবারসহ চারবারের নির্বাচিত মেয়র। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেরও আছেন। সম্প্রতি নিজ দলের স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলে সারা দেশে আলোচিত হন এ মেয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

দুদকের শুনানিতে ঘুষের অভিযোগ, বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

১০

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

১১

এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের গোলবন্যা

১২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

১৩

মুখ খুললেন তানজিন  তিশা

১৪

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

১৫

বাংলাদেশ শ্রমবাজার জরিপ-২০২৫–এ ‘দক্ষতা ও চাহিদা’ অংশ সম্পন্ন করলো বিএমই

১৬

ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তিতে শুরু হচ্ছে ইএসজি সার্টিফিকেট কোর্স

১৭

মায়ের সুতোয় ছেলে-মেয়েদের স্বপ্ন

১৮

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

১৯

একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’

২০
X