কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর গুঁতায় একজন নিহত হয়েছেন। নিহত মনু মিয়া (৫০) পেশায় অটোচালক ছিলেন। আজ ঈদের দিন সকাল ৮টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের চাচাত ভাই হানিফ মিয়া বলেন, ‘কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড়ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। ফেরার পথে গরুটি উত্তেজিত হয়ে তাকে গুঁতা দেয়। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে গুঁতা দেয় এতে তিনি অসুস্থ হয়ে বাড়িতেই মৃত্যুবরণ করেন।’
প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কোরবানির উদ্দেশে গরুটি কেনেন। সকালে আনতে গিয়ে গরুর গুঁতা খেয়ে মারা যান তিনি।
মন্তব্য করুন