আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের স্বজনদের নিয়ে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা বিএনপি।
রোববার (১০ ডিসেম্বর) সকালে জেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদুর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, রাজু আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামছুল হুদা শামীম, রুবেল ফারাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ইকবাল হোসেন কাঞ্চন, নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক হাবিবুর রহমান দোলন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোক্তাকিম বিল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পি, সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের, সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে আজকে বাংলাদেশে মানবাধিকার ভূলুণ্ঠিত, মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন কোথাও নেই। এই অবস্থায় সকলকে সোচ্চার হতে হবে, সকলকে অন্যায়-অবিচার-কুশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নেতাকর্মীদের সকলকে ভয়ভীতি উপেক্ষা করে আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামকে আরও শাণিত করার জন্য আজকে যেমন রাস্তায় নেমে এসেছেন, আগামীতেও সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।
মন্তব্য করুন