আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন ও হত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগের নির্বাচন কমিশনের একতরফা তপশিল বাতিল ও সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় একটি মানববন্ধন হয়। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর নেত্বত্বে দুপুরে শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, আমরা এমন একটি সময় মানববন্ধন করছি, যে সময় আমরা আমাদের হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি। মা যখন তার সন্তানকে হারিয়েছে, সন্তান যখন তার বাবাকে হারিয়েছে, বোন যখন তার ভাইকে হারিয়েছে ঠিক সেই সময়ে আমরা এ মানববন্ধনে শামিল হয়েছি। বর্তমানে গুম, খুন ও হত্যাসহ সীমাহীন নির্যাতনের মধ্যে আমরা এ মানববন্ধন করছি।
বক্তারা আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একদফা দাবিতে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একতরফা নির্বাচনের তপশিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিষ্ঠার জোর দাবি জানান।
দুটি স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, আবুল হাসান হাদী, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, আবু জাহিদ ডাবলু, তালা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আছিমুর রহমান তুহিন প্রমুখ।
মন্তব্য করুন