নাটোরের লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপ থেকে ফোন করে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহেল রানা একই এলাকার চান্দের আলীর ছেলে।
জানা যায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ইউনিফর্ম পরিহিত ছবি হোয়াটস অ্যাপে ব্যবহার করে উপজেলার অমৃতপাড়া গ্রামের সোহেল রানা নামের ওই প্রতারক একই গ্রামের জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করে। ভুক্তভোগীর বিষয়টি সন্দেহতিত হওয়ায় তাৎক্ষণিকভাবে লালপুর থানার ওসিকে অবহিত করেন। পরে লালপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অমৃতপাড়ায় অভিযান চালিয়ে রাত ৯টার দিকে ওই প্রতারককে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আটক ব্যক্তির নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিমকার্ড ও স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে লালপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন