হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় বরাবরই বেশ ঠান্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে তেতুলিয়ার তাপমাত্রা কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্ব ) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বিগত কয়েক দিন থেকে হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভব করছে গোটা পঞ্চগড় জেলা। এবার বেশ আগে ভাগে শীতের আগমন হওয়ার দীর্ঘ হবে শীত। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ কালবেলাকে বলেন, সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এ মাসের শেষর দিকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন