শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা স্বাক্ষরিত এক পত্রে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালপুর ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
অভিযোগ হিসেবে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা না করা, বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মনীতিবহির্ভূত কাজ করা, উপরন্তু নানাভাবে দলীয় কর্মকাণ্ডে অসহযোগিতা করা। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত পরামর্শ না মানার অভিযোগ আনা হয়।
এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে এবং জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই আমার কথা শোনেননি। বরং স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে ওই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ছিলেন ফরিদ হোসেন।
মন্তব্য করুন