কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির অভিযোগে খুলনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খালিশপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে জবাই করা কুকুরের দেহাবশেষ দেখতে পায়।
গ্রেপ্তারদের মধ্যে মো. আবু সাইদ (৩৭) ছাড়া বাকিরা সবাই অপ্রাপ্তবয়স্ক।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খালিশপুরের বাসিন্দা আবু সাইদ নগরীতে প্রতি প্যাকেট বিরিয়ানি ৩০ টাকায় বিক্রি করছিলেন।
বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহার করা হচ্ছে এমন খবরে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দলটিকে ধরতে সক্ষম হয় পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে তাদের খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পশু কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন