রাজবাড়ীর পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পের কাজে রড ছাড়াই ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে এ অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার হাবাসপুর উত্তরপাড়া, চর-ঝিকরি বিশ্বাসপাড়া ও খোদ্দবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়। অনুমোদিত প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৩০ লাখ ৬৪ হাজার টাকা। কাজটি করছেন মেসার্স ওদুদ মণ্ডল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বৃহম্পতিবার (১৪ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউন্ডারি নির্মাণের জন্য বিদ্যালয়ের চার পাশ দিয়ে গর্ত করে বেজ ঢালাই দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত মঙ্গলবার সাড়ে ৪টার পরে আমরা স্কুল থেকে চলে যাই। পরে আমাদের অনুপস্থিতে ঢালাই দিয়েছে তারা। কাল ইঞ্জিনিয়ার এসে দেখেছে ঢালায়ের মধ্যে রড নেই। তখন আমরাও উপস্থিত ছিলাম। এর পরে কাজ বন্ধ করে দিয়ে গেছে। তবে সঠিক নিয়মে কাজ করার দাবি স্থানীয় ও শিক্ষকদের।
মেসার্স ওদুদ মণ্ডল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামের কাজটি করছেন, স্থানীয় নাজমুল নামের এক ব্যাক্তি। তিনি তার দোষ এড়িয়ে বলেন, কেবল সিসি ঢালাই দেওয়া হয়েছে। এর ওপর বেজ বেঁধে আরসিসি ঢালাই দেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, তিনি ঢালাই কাজের অনুমতি দেননি। তাকে না জানিয়ে সন্ধ্যার দিকে ঢালাই দিয়েছে। বিষয়টি জানার পর বুধবার গিয়ে দেখেন আরসিসি বেজ ঢালাইয়ের মধ্যে রড নেই। পরে কাজটি বন্ধ করে দেন এবং এ বিষয়ে ঠিকাদারকে চিঠি ইস্যু করবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন