সাইফুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৫২ বছর পরও অরক্ষিত নাকুগাঁও বধ্যভূমি

সংরক্ষণ না করায় বোঝার উপায় নেই এখানে রয়েছে শহীদদের গণকবর। ছবি : কালবেলা
সংরক্ষণ না করায় বোঝার উপায় নেই এখানে রয়েছে শহীদদের গণকবর। ছবি : কালবেলা

স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও সংরক্ষণ করা হয়নি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকার নাকুগাঁও বধ্যভূমি। অযত্ম-অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত এ গণকবরটি। যুদ্ধে এ স্থানে নিহত ভারতের ৯ জন বিএসএফ সদস্যের স্মরণে সীমানার কাঁটাতার ঘেঁষে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ৫০-৬০ জনের গণকবরটি আজও সংরক্ষণ করা হয়নি। ভারত-বাংলাদেশ শূন্য রেখায় ভোগাই নদের তীরঘেঁষা ২০ শতাংশ জায়গাজুড়ে এ বধ্যভূমি। গণকবরটি সংরক্ষণের দাবি জানিয়েছেন নিহতের স্বজন, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে নাকুগাঁও স্থলবন্দর হয়ে এ দেশের কয়েক শতাধিক পরিবার নিরাপদ আশ্রয় হিসেবে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার সীমান্তবর্তী ডালু বাজার, বারাঙ্গাপাড়া, চান্দুভুঁই, মাছাংপানি, ছৈপানি, ডিমলারপাড়া এলাকার মন্দির, সড়ক ও গাছতলায় আশ্রয় নেন। ২৫ মে পাকিস্তানি হানাদারদের একটি বড় দল ভোগাই নদী পার হয়ে ভারতের ডাল বিএসএফ ক্যাম্পসহ প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। বিএসএফের প্রতিরোধ সত্ত্বেও হানাদারদের এক ঘণ্টার তাণ্ডবে ৯ জন বিএসএফ সদস্যসহ শতাধিক বাংলাদেশি নিহত হন।

ওই দিন নিহত অনেকের লাশ ভোগাই নদের স্রোতে ভেসে যায়। বাকি ৫০-৬০ জনের মরদেহ নাকুগাঁও শূন্য রেখার কাছে গণকবর দেওয়া হয়। আর বিএসএফ সদস্যদের ভারতের মাটিতে সৎকার করা হয়।

সেই যুদ্ধে নিহত ভারতের ৯ জন বিএসএফের স্মরণে সীমানার কাঁটা তার ঘেঁষে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের গণকবরটি আজও সংরক্ষণ করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, নাকুঁগাওয়ের গণকবরটি অরক্ষিত। কেউ দেখিয়ে না দিলে গণকবরটি বোঝা বা চেনা সম্ভব নয়। সংরক্ষণ না করায় সেখানে খড় শুকানো হয়। আশপাশে চাষাবাদের কাজ করছেন স্থানীয়রা। কিন্তু সীমানার কাঁটাতার ঘেঁষে ভারতের তৈরি স্মৃতিফলক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ কয়েক গজ দূরে বাংলাদেশ অংশে থাকা নাকুগাঁও গণকবরটি রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে।

সেই দিনের সাক্ষী পৌরশহরের বাসিন্দা বিভা রানি দে বলেন, ওই দিনের গণহত্যায় আমার স্বামীসহ পাকিস্তানি বাহিনী নির্বিচারে অনেককে হত্যা করেছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও গণকবরটি এখনও সংরক্ষণ করা হয়নি। সংরক্ষণ করা হলে এই গণহত্যার কথা মানুষ জানতে পারত। আমরা চাই গণকবরটি সংরক্ষণ করা হোক।

এ ব্যাপারে নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ওই নাকুগাঁও বধ্যভূমির জায়গাটি পরিদর্শন করেছি। আন্তর্জাতিক আইনে নোম্যান্স ল্যান্ড এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করার অনুমতি নেই। তারপরও জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে পরামর্শ করে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ওই স্থানের পাশেই স্মৃতিফলক নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা, আটক সোহেল নিহতদের ‘আত্মীয়’

ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশ

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবি ডাকসুর

১১ বছর পর বিগব্যাশ মাতাবেন স্টার্ক

১০

চলতি বছর ৫৮০ অগ্নিকাণ্ডের নেপথ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ফায়ার সার্ভিস ডিজি

১১

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

১২

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

১৩

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

১৪

মাছের মাথা কেন খাবেন ? জানুন ৭ উপকারিতা

১৫

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত 

১৬

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

১৭

রাজবাড়ী / সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

১৮

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

১৯

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশের মরদেহ

২০
X