চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহাম্মদ হারেছসহ ৩৭ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে স্থানীয় চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী ও পুলিশের এসআই মো. জয়নাল আবেদীন বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দুটি দায়ের করেন।
এদিকে পুলিশ বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন রায়পুর ইউনিয়নের মো. ইমতিয়াজ (১৮), চাতরী ইউনিয়নের মো. রুবেল (২৬), আবুল মঞ্জুর (২৮), বৈরাগ ইউনিয়নের মো. মারুফ হোসেন (২১) ও মো. জীবন (২৪)। তাদের বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিএনপি অবরোধের সমর্থনে সড়কে গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় চাতরী ইউপি সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে এবং পুলিশের এসআই মো. জয়নাল আবেদীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে দুটি মামলা করেন।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহমদ জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ছাড়া মামলায় অভিযুক্তরাও ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ও নির্দেশদাতা। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে পুলিশের কাছে। বিনা অপরাধে পুলিশ কাউকে হয়রানি করবে না। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে।
বুধবার দুপুরে বিএনপির অবরোধ চলাকালে চট্টগ্রামের আনোয়ারা বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসি সোহেল আহমদসহ চারজন আহত হন।
মন্তব্য করুন