চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে ইটপাটকেলের আঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন ও পুলিশ সদস্য বিজয় চাকমা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমহনীর উত্তর পাশে রাজছিলা ফকিরের মাজার এলাকায় টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। হামলায় আবুল বাশার নামে এক পথচারীও আহত হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। আহতরা সবাই মাথা, হাতে-মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে আনোয়ারা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। করেন।
ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, যুগ্ন সম্পাদক দোলন মজুমদার,যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামসহ নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির শতাধিক নেতাকর্মী রাজছিলা ফকিরের মাজার এলাকায় টানেল সংযোগ সড়কে জড়ো হতে থাকে। দুপুর ১২টার দিকে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেন। কিছুক্ষণ পর আবার জড়ো হয়ে মিছিল করে ইটপাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমরা প্রথমে বিএনপি-জামায়াতের অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেই, পরে তারা অতর্কিতভাবে একশ থেকে দেড়শ লোক আমাদের উপর হামলা করে। তাদের হাতে লাঠি ও ইটপাটকেল ছিল। আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ বলেন, ইটের আঘাতে আহত পুলিশ কর্মকর্তার চোখের কোনায় রক্ত জমে থাকতে পারে। ওনি মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত।
মন্তব্য করুন