'মাদকমুক্ত সমাজে ছড়িয়ে পড়ুক সংস্কৃতি' এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় কৈকুড়ী সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
মরহুম মোশাররফ হোসেন তালুকদার, মতলুবর রহমান তালুকদার ও মোজাফ্ফর হোসেন তালুকদার স্মৃতি স্মরণে খেলার পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের উপপরিচালক (এনআইডি উইং) মো. রশিদ মিয়া।
কৈকুড়ী সংস্কৃতি সংসদের উপদেষ্টা ডা. রেজাউল ইসলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মমিন তালুকদার লিজু, কৈকুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জরিফ উদ্দিন, কৈকুড়ী সংস্কৃতি সংসদের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ সেবক সাহেব মিয়া প্রমুখ। খেলায় নওদাপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বালাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেন। এর আগে কৈকুড়ী সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন