কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের ডিসপ্লে চলাকালে নির্বাচনী গান বাজিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক শিক্ষাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে উপজেলা হেলিপ্যাড মাঠে স্থানীয় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা নৌকার পক্ষে একটি নির্বাচনী গানে ডিসপ্লে করে। এসময় গানটি প্রায় এক মিনিট মাইকে বাজানোর পর তা বন্ধ করে দেওয়া হয়।
এ সময় মঞ্চে সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু। এ ছাড়াও, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন ও সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শিশু কল্যাণ জুনিয়র স্কুলকে ২ হাজার টাকা জরিমানা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক। পরে শিশু কল্যাণ জুনিয়র স্কুলের পক্ষে সহকারী এক শিক্ষক অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক বলেন, উপজেলা পরিষদ চত্বর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে ওই প্রতিষ্ঠান নির্বাচনী গান বাজানোর সাথে সাথে তাদের থামিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
মন্তব্য করুন