চলমান সরকারি বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে কিশোরগঞ্জে ১০ ছাত্রদল নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি স্বাক্ষরিত প্রত্যেককে এ চিঠি দেওয়া হয়।
নোটিশ পাওয়া ১০ নেতা হলেন, জেলার নিকলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুল ইসলাম রাসেল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, কিশোরগঞ্জ সদর পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তাদির রহমান বাবু, মিঠামইন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুষার আহমেদ শান্ত, ভৈরব পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হিসাম রহমান, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. জুনাঈদ মাহমুদ, পাকুন্দিয়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কারার ইমরান মাহাদী নিয়ন, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক মিয়া ও হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাছুম হাসান।
চিঠি উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ থেকে চলমান ফ্যাসিবাদী আন্দোলন থেকে নিজেকে আড়ালে রেখেছেন। ফলে আপনার ইউনিট আন্দোলনে বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনের নির্দেশক্রমে স্বাক্ষরিত।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি এই ১০ নেতাকে কারণ দর্শানোর চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিগুলো তাদের কাছে পৌঁছানো হয়েছে।
মন্তব্য করুন